চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ লেনদেনের সময় বাড়িয়েছে। প্রতিষ্ঠানটি আগামী রবিবার (২৬ জানুয়ারি) থেকে লেনদেন সকাল ১০টার পরিবর্তে শুরু করবে সকাল সাড়ে ৯টায় এবং বেলা আড়াইটার পরিবর্তে শেষ করবে পৌনে ৩টায়।
তবে লেনদেনের সময়সূচি পরিবর্তনের সিএসইর এই উদ্যোগের বিরোধিতা করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারেজ হাউস মালিকদের সংগঠন ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন বা ডিবিএ।
সংগঠনটি বলছে, এক দেশে একাধিক স্টক এক্সচেঞ্জে ভিন্ন ভিন্ন সময়ে লেনদেন সময়সূচি থাকার বিষয়টি নজিরবিহীন ও চিন্তাবহির্ভূত। তাই সিএসইর এই সিদ্ধান্ত প্রত্যাহার করে বিদ্যমান সময়সূচি অনুযায়ী লেনদেন অব্যাহত রাখার দাবি জানায় ডিবিএ।
আরও পড়ুন…
শেয়ারবাজারে লেনদেনের সময় বাড়ছে
সিএসই সূত্রে জানা যায়, ২৬ জানুয়ারি থেকে সকাল সাড়ে ৯টায় লেনদেন চালু করে বেলা পৌনে ৩টা পর্যন্ত তা অব্যাহত রাখার সিদ্ধান্তের কথা জানিয়ে সম্প্রতি সদস্যভুক্ত বিভিন্ন ব্রোকারেজ হাউসে চিঠি দেয় সিএসই কর্তৃপক্ষ। এই চিঠির সূত্র ধরে লেনদেন সময়সূচির পরিবর্তনের বিষয়টি জানাজানি হয় এবং এ নিয়ে বাজারে একটি পক্ষের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়।
লেনদেন সময়সূচি পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার গণমাধ্যমকে বলেন, ‘লেনদেন সময় কিছুটা বাড়ানো গেলে তাতে বিনিয়োগকারী ও সিএসই উভয়েরই লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বিবেচনায় আমরা লেনদেনসূচিতে কিছুটা বদল আনার সিদ্ধান্ত নিয়েছি। এ নিয়ে কারও কারও সঙ্গে কিছুটা ভুল–বোঝাবুঝির ধারণা তৈরি হতে পারে। আশা করছি আলোচনার মাধ্যমে আমরা সেটির সমাধান করতে পারব।’
আরও পড়ুন…
বেক্সিমকো গ্রুপের ৩ কোম্পানির ২য় প্রান্তিক ইপিএসের তারিখ ঘোষণা
বর্তমানে দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চলে। ঢাকার চেয়ে বরাবরই পিছিয়ে থাকা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লেনদেনের পরিমাণ বাড়ানোর উদ্দেশ্যে এই পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে আগেই জানা গেছে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।